শুক্রবার, ৭ আগস্ট, ২০১৫

মোবাইল চোরের দিন শেষ! খুব সহজেই হাতে নাতে ধরে ফেলুন চোরকে আর উদ্ধার করুন মোবাইল!!

কেমন আছেন সবাই? সবাইকে শুভেচ্ছা জানিয়ে
আজকের টিউন শুরু করছি।
আমাদের অতি প্রিয় মোবাইলটি যখন হারিয়ে
যায় বা চুরি হয়ে যায় তখন কিছুই করার থাকে না।
কিন্তু আপনি ইচ্ছা করলেই এখন থেকে
মোবাইলের হদিস বের করতে পারবেন খুব
সহজেই!
Anti-theft সফটওয়্যার অনেক আছে। তবে
আমার কাছে Guardian-Mobile সফটটি
বেশি ভাল লেগেছে।
আশা করি আপনাদেরও ভাল লাগবে
এবার বলি কিভাবে Guardian সফট কাজ করে।
আপনি যদি মোবাইলে এইসফট ইন্সটল করে
রাখেন তাহলে মোবাইল চুরি হওয়ার পর চোর
যখনতার সিম মোবাইলে ঢুকাবে ঠিক তখনি তার
নাম্বার থেকে গোপনে ম্যাসেজ চলে আসবে
আপনার কাছে!
শুধু তাই না আপনি ইচ্ছা করলে চোরের
লোকেশনের ধারনাও পাবেন। এমনকি ফোন
লকও হয়ে যাবে।
আর এসব কিছুই হবে চোরের অজান্তে তাহলে
চলুন তৈরি করা যাক চোর প্রতিরোধোক
মোবাইল।
Android User ::::
প্রথমে এখান থেকে Guardian.apk সফট
ডাউনলোড করে নিন।ইন্সটল করতে হলে
আপনার সেট হ্যাক করা থাকতে হবে। যদি
এখনও হ্যাক করা না থাকে তাহলে
**** Guardian.apk
Guardian যেভাবে কনফিগার করবেনঃ
Recipient এ এমন কারও নাম্বার দিন যার
কাছে চোরের নাম্বার থেকে ম্যাসেজ আসবে।
এক্ষেত্রে আপনার ফ্যামিলির কারও নাম্বার
দিতে পারেন।
Secret Code থেকে আপনার পাসওয়ার্ড সেট
করুন। মনে রাখবেন পাসওয়ার্ড ভুলে গেলে
সমস্যা হবে।
সব শেষে Status থেকে Enable করুন
আপনি ইচ্ছা করলে যে কোন প্রোগ্রাম লক
করেও রাখতে পারবেন।
চোরের নাম্বার থেকে ম্যাসেজ আসলে এমন
হবে।
চোরের লোকেশন জানতে
*password code*localize*
লিখে চোরের নাম্বারে ম্যাসেজ করুন। ফিরতি
ম্যাসেজে দেখবেনচোরের লোকেশন লিঙ্ক
দেয়া আছে।
এছাড়াও এভাবে বিভিন্ন ম্যাসেজ দিয়ে অনেক
কিছুই করা যাবে।
বিস্তারিত জানতে সাথে দেয়া দুইটি PDF ফাইল
পড়বেন।আশা করি এখন থেকে আপনার
মোবাইল কিছুটা হলেও নিরাপদ।
ধন্যবাদ সবাইকে। না বুজলে কমেন্ট করেন ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন