শুক্রবার, ৭ আগস্ট, ২০১৫

ফেসবুকে ঢুকতে পারছেন না । চিন্তা নাই এদিকে আসেন

বৃহস্পতিবার দুপুর ১২টার পর
থেকে দেশের বিভিন্ন জায়গায়
জনপ্রিয় সামাজিক যোগাযোগ
সাইট ফেসবুকে প্রবেশ
করতে পারছেন
না ব্যবহারকারীরা। বেশির ভাগ আইএসপি
থেকেই ফেসবুক ব্যবহার
করা যাচ্ছেনা।
তবে আইএসপি ভেদে কোথাও
কোথাও ফেসবুক ব্যবহার
করা যাচ্ছে। সরকারি ভাবে এ
ব্যাপারে এখনো কোন তথ্য জানানো হয়নি।
বিটিআরসি’র
সাথে যোগাযোগ করা হলে,
তারাএই বিষয়ে কিছু জানেন
না বলে জানিয়েছেন। একই
সাথে টেলিযোগাযোগ
মন্ত্রনালয়ের সাথে যোগাযোগ করা হলে, তারা
বলেনএই
বিষয়টি তিনি আমাদের কাছেই
প্রথম শোনেন।
সেক্ষেত্রে আশা করা হচ্ছে,
সরকারের উচ্চ মহল কিংবা আইন
প্রয়োগকারী কোনও সংস্থা ফেসবুক বন্ধের
বিষয়টি দেখছে। দৈনিক
ডেইলী স্টারের অনলাইন
ভার্সনে দেখা যাচ্ছে,
বিটিআরসি বিয়ষটি নিশ্চিত
করেছে। কিন্তু আমাদের
সাথেবিটিআরসি’র বেশ কিছু কর্মকর্তার কথা
হয়েছে।
তারা এই বিষয়ে কিছু জানেন
না বলেই জানিয়েছেন।
দেখে নিন কিভাবে ব্লক ফেসবুক
সহ সকল সাইট ভিজিট করবেন
আজ থেকে হঠাৎ করে কোন ঘোষণাছাড়াই
বাংলাদেশে ফেসবুক ব্লক
করে দেওয়া হয়েছে। এছাড়াও
অনেক সাইট অফিস
থেকে অথবা ক্যাম্পাসে ফেসবুক
সাইট দেখা যায় না। কিন্তু তাই বলে কি ফেসবুক
তারা কেউ
ব্যাবহার করে না? করে।
আপনি চাইলে খুব সহজেই ফেসবুক
ব্যবহার করতে পারবেন। প্রথমে নিচের লিন্কে
যান । তারপর ফাকা ঘরে
www.facebook.com লিখে ENTER করুন
। দেখুন ঢুকে গেছে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন